ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অধ্যাপক আনিসুল হক চৌধুরীর দুই বইয়ের প্রকাশনা উৎসব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

১৯৪৮ সালে রচিত মহান বাংলা ভাষা আন্দোলনের প্রথম গান ‘ওরে ভাইরে ভাই, বাংলাদেশে বাঙালি আর নাই’ এবং রুপালি নদীরে, রূপ দেইখা তোর হইয়াছি পাগল’ সহ অসংখ্য গণসংগীত, দেশাত্মবোধক গান, লোক সংগীত সিনেমা ও প্রেমের কালজয়ী গানের রচয়িতা কবি, গীতিকার ও অধ্যাপক আনিসুল হক চৌধুরীকে স্মরণ করা হয়েছে নানা আয়োজনে।  

তার অমর সৃষ্টি নিয়ে প্রকাশিত ‘আনিসুল হক চৌধুরী রচনাবলি’ ও স্মৃতিকথা নিয়ে ‘দিন যায় কথা থাকে’ বইয়ের প্রকাশনা উৎসব করেছে কবি, গীতিকার ও অধ‍্যাপক আনিসুল হক চৌধুরী স্মৃতি পরিষদ। এতে ছিলো তার রচিত গান ও কবিতা এবং লেখাভিত্তিক নৃত্য পরিবেশনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনও। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শনিবারের (২৪ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক আনজীর লিটন। মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক, ছড়াকার ও গীতিকার আখতার হুসেন।

অনুষ্ঠানে আনিসুল হক চৌধুরীকে নিয়ে তৈরি তথ্যচিত্র ছাড়াও তাকে নিয়ে ছায়ানট সভাপতি সনজীদা খাতুনের শুভেচ্ছা বক্তব্যের ভিডিও প্রদর্শিত হয়। প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী সালাহউদ্দিন আহমেদ ও লোকসংগীত শিল্পী বিমান চন্দ্র বিশ্বাসসহ শিল্পীরা একক ও দলগতভাবে তার লেখা গান ও নাচ এবং চন্দ্রিমা দেয়া কবিতা আবৃত্তি করেন।

স্মৃতি পরিষদের সভাপতি হাসনাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক তুনাজ্জিনা রহমত মৌরী। স্বাগত বক্তব্য দেন আনিসুল হক চৌধুরী রচিত বই দুটির সম্পাদক কাজী জাহিদুল হক।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি